Saturday, November 23, 2024
spot_img
Homeখেলাধুলাঢাকায় এসে যা বললেন বাংলাদেশের নতুন কোচ

ঢাকায় এসে যা বললেন বাংলাদেশের নতুন কোচ

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। সেবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জয় করেছিল যুবা টাইগাররা। এরপর ২০২২ সালে বাংলাদেশ যুবাদের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। পাড়ি দেন নিজ দেশে। তবে নতুন করে আবার বাংলাদেশের যুবাদের দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন তিনি। 

আজ সোমবার মিরপুরে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিদ শুরুতে বলেন, ‘ঘরে ফিরতে পেরে ভালো লাগছে।’ এরপর বলেন, ‘বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে। আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাই। দু-তিন বছর পর আবার বাংলাদেশে কাজ করতে পারছি, ভালো লাগছে।’

অতীতের সাফল্যে নিয়ে মোটেও ভাবছেন না নাভিদ, ‘আমি বর্তমানে মনোযোগ দিতে চাই, চার বছর আগে যা হয়েছে, তা অতীত। অতীতে ভালো করেছি, তাই সামনেও ভালো করব, বিষয়টা তেমন নয়। বরাবরের মতো বিসিবি এবারও দারুণ কিছু পরিকল্পনা সাজিয়েছে, যা অতীতে সাফল্য এনে দিয়েছে। আশা করছি, এবারও তা কাজে দেবে।’

আন্তর্জাতিক আর বয়সভিত্তিক ক্রিকেটের পার্থক্য নিয়ে নাভিদ পরে বললেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বয়সভিত্তিক ক্রিকেটে অনেক প্রতিভা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জটা অন্য রকম। আপনি ১৮-১৯ বছর বয়সে ভালো ক্রিকেটার হলেও ২৫-২৬–এ গিয়ে যে তারকা বনে যাবেন, বিষয়টি তেমন নয়। কতটা পরিশ্রম করছেন, তার ওপর সব নির্ভর করে।’

‘ক্রিকেট খেলাটা এখন অনেকটাই বিশ্লেষণনির্ভর। খেলোয়াড়দের নিজের ভুল ধরতে হয়, শোধরাতে হয়। সে জন্য বয়সভিত্তিকের পর বিসিবির এইচপি ও অন্য বয়সভিত্তিক পর্যায়ের কার্যক্রম আছে। যেন বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো জায়গায় ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে, নিজেদের ঘাটতি মেটাতে পারে।’-যোগ করেন তিনি।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments