মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশন সূত্রে গ্র্যান্ডমাস্টারের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। জিয়াউর খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলতে খেলতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। ৫০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
জিয়াউর যখন খেলা চলা অবস্থায় লুটিয়ে পড়েন, তখনই তাঁর (জিয়াউর) প্রতিপক্ষসহ আরও অনেকে এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গেই জিয়াউরকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করেন। হাসপাতালে নেওয়ার পর দীর্ঘক্ষণ তাঁর পালস খুঁজে পাননি চিকিৎসকেরা। জিয়ার মৃত্যুর পর মৃত্যুসনদ চিকিৎসকেরা দিয়েছেন ৭টা ২০ মিনিটে।