Thursday, September 19, 2024
spot_img
Homeঅর্থনীতিঅনেক ব্যাংক এখন ‘ক্লিনিক্যালি ডেড’: সিপিডি

অনেক ব্যাংক এখন ‘ক্লিনিক্যালি ডেড’: সিপিডি

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বেশিরভাগ ব্যাংক এখন ‘ক্লিনিক্যালি ডেড’ বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সোমবার (১২ আগস্ট) সকালে ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক ব্রিফিং এ তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কতগুলো ‘ক্লিনিক্যালি ডেড’ সেটা সুনির্দিষ্ট সংখ্যা আমার কাছে নাই। আমরা দেখেছি তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো প্রায় সবগুলোই একেবারেই চলার মতো নয়। সেগুলোকে ‘ক্লিনিক্যালি ডেড’ বলা যায়।

অধিগ্রহণের মাধ্যমে ইসলামী ব্যাংককে দুর্বল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বোর্ডবিলীন করে, ম্যানেজমেন্ট পরিবর্তন করে এইসব ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে আনার পরামর্শও দিয়েছেন তিনি।

কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে ব্যাংকিং কমিশন গঠন করার পরামর্শ জানিয়ে তিনি আরও বলেন, এটার জন্য আলাদা কোনো রুম বা লোকবল বা ইনস্টিটিউটের প্রয়োজন নেই। এই কমিশন ব্যাংকিং খাতের সমস্যাগুলো চিহ্নিত করে ও সমাধানের সুপারিশ অর্থ মন্ত্রণালয়কে দেবে।

আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে নিয়ম-নীতি প্রতিপালন করা ও নিয়োগে স্বচ্ছতা বাড়ানোর তাগিদও দেন এই অর্থনীতিবিদ।

 

অনুষ্ঠানে সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments