রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর হামলার মাধ্যমে।
বুধবার (২৩ আগস্ট) উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর আলজাজিরার।
ইউক্রেন যুদ্ধের জন্য আবারো পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।