পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরির দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
কেন ইমরানের কারাদণ্ডের রায় স্থগিত করা হলো এ ব্যাপারে আজই বিস্তারিত জানান প্রধান বিচারপতি।
সাজা স্থগিত হবার বিষয়টি ইমরান খানের জন্য বড় একটি রাজনৈতিক বিজয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইমরান খানের আইনজীবী ও পিটিআই এর আইন বিষয়ক সম্পাদক নাঈম হায়দার পাঞ্জোথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, প্রধান বিচারপতি আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের সাজা স্থগিত করেছেন। তবে ইমরান খান কবে নাগাদ ছাড়া পাবেন এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।
ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।