Monday, May 13, 2024
spot_img
Homeঅর্থনীতিজরুরি সভায় বসেছেন পাপন

জরুরি সভায় বসেছেন পাপন

চলতি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও এরপর হেরেছে টানা ৫ ম্যাচ। বিশেষ করে গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর পুরো ক্রিকেট দলকে শূলে চড়ানো হচ্ছে।  কলকাতায় বাংলাদেশ দল আছে তাজ বেঙ্গলে। সেখানেই আজ টাইগাদের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে জরুরি সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।

এ বিষয়ে সংবাদমাধ্যমে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।’

জালাল ইউনুস বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মত অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে।

তবে সামনে যেহেতু আরো খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’

 

 

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments