Saturday, July 27, 2024
spot_img
Homeসারাদেশফসলি জমির মাটি কেটে যুবলীগ নেতা কারাগারে

ফসলি জমির মাটি কেটে যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে সঞ্জয় কুমার দে নামের এক যুবলীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার  দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল এ নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সঞ্জয় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের অরুণ চন্দ্র দের ছেলে। তিনি চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য।

আদালত সূত্র জানায়, একটি চক্র কয়েকদিন ধরে চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে সঞ্জয়কে আটক করা হয়। পরে বালুমহলা ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। সঞ্জয় কুমার জমির উপরি ভাগের মাটি ইটভাটায় বিক্রি করে দেন। এ অপরাধে তাকে দণ্ড দেওয়া হয়েছে। জমিটি সঞ্জয় নিজের দাবি করছেন। তবে সেটি সঠিক নয়।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments