Saturday, July 27, 2024
spot_img
Homeজাতীয়ফেসবুক ফিরল এক ঘণ্টা পর

ফেসবুক ফিরল এক ঘণ্টা পর

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস হঠাৎ লগআউট হয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে। বিশ্বব্যাপী মেটার এই জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে আচমকা এ সমস্যায় পড়েন। প্রায় এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর রাত সাড়ে ১০টার দিকে আবার সক্রিয় হয় ফেসবুকসহ মেটার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগ–আউট হয়ে যাওয়াসহ নানা সমস্যা মুখে পড়েন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।

তবে ফেসবুক যখন ডাউন ছিল তখন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, ‘চিল গাইস,কয়েক মিনিট অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে।’

ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা দেখা দেয়।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments