Monday, November 25, 2024
spot_img
Homeবিনোদনশেখ রাসেলকে নিয়ে টেলিছবি ‘আমি মায়ের কাছে যাবো’

শেখ রাসেলকে নিয়ে টেলিছবি ‘আমি মায়ের কাছে যাবো’

বঙ্গবন্ধুর ছোট সন্তান শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। সেই রাতে ঘাতকের হাত থেকে রেহাই পায়নি ছোট্ট রাসেলও। এবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি। সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করবেন হাসান রেজাউল।

৯০ মিনিট ব্যাপ্তির এই টেলিছবিতে শেখ রাসেল চরিত্রে অভিনয় করবে আরিয়ান দিহান। বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্রে থাকছেন শাকিল আহমেদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা চলছে সাদিয়া আয়মানের এবং শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনার।


গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার পোস্টার উন্মোচন ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঘোষণা করা হয় অভিনয়শিল্পীদের নাম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।


পরিচালক হাসান রেজাউল বলেন, ‘কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? কেমন ছিল তার বেঁচে থাকার দিনগুলো? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে এই টেলিছবিতে। স্বাভাবিকভাবেই গল্পের ধারাবাহিকতায় উঠে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যের কথা। আগামী ১ মে থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

এর আগে একই নামে নির্মিত হয়েছিল একটি কাহিনিচিত্র। সেখানেও শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছিল আরিয়ান দিহান। জ্যোতিকা জ্যোতিকেও দেখা গেছে বঙ্গমাতার চরিত্রে। এ ছাড়া মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা শাকিল আহমেদের।


নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এর আগে গৌতম কৈরীর “বঙ্গমাতা” স্বল্পদৈর্ঘ্যে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে আমার। চেষ্টা করব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্রটিকে সুচারুভাবে উপস্থাপন করার।’

অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমন একটি টেলিছবিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের ইচ্ছা তো সব শিল্পীরই থাকে। আমারও রয়েছে। তবে এ বিষয়ে আমার সঙ্গে এখনো কথা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত কথা হলে আমি শিডিউল অনুযায়ী আমার সম্ভাব্য ডেট জানাব।’আমি মায়ের কাছে যাবো ছাড়া সহিদ রাহমানের মহামানবের দেশে অবলম্বনে নির্মিত হচ্ছে আরও দুটি টেলিছবি। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে নিয়ে ‘ক্যাপ্টেন কামাল’ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিকে নিয়ে ‘বিন্দু থেকে বৃত্তে’। টেলিছবি দুটিতে শেখ কামাল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময় ও শেখ মণি চরিত্রে রওনক হাসান।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments