Monday, May 20, 2024
spot_img
Homeস্বাস্থ্যচিকিৎসায় গাফিলতি বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসায় গাফিলতি বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাসেবায় চিকিৎসকদের গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

একই সঙ্গে তিনি বলেন, ‘রোগীর স্বজনরা যে কথায় কথায় চিকিৎসকদের ওপর চড়াও হবেন, ভাংচুর করবেন- তাও মেনে নেওয়া হবে না।’

রোববার (১০ মার্চ) রাতে রাজশাহী সার্কিট হাউজে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন। এছাড়া সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments