Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনসেরা সিনেমা ওপেনহেইমার, অভিনয়ে মার্ফি-এমা স্টোন

সেরা সিনেমা ওপেনহেইমার, অভিনয়ে মার্ফি-এমা স্টোন

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারে বাজিমাত করেছে। অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পাওয়ার পর অনেকেই অনুমান করেছিলেন, একাডেমি অ্যাওয়ার্ডসেও বাজিমাত করবে সিনেমাটি। শেষ পর্যন্ত তাই হলো। অস্কারে সেরা সিনেমা হয়েছে ‘ওপেনহেইমার’।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল। খবর এএফপির।

৯৬তম অস্কারের মঞ্চটি যেন ‘ওপেনহেইমার’-এর জন্যই সাজানো ছিল। এই সিনেমার জন্য ক্রিস্টোফার নোলান জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।

এ ছাড়া সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, অরিজিনাল স্কোর, সেরা চিত্রসম্পাদনার পুরস্কারও উঠেছে ওপেনহাইমার-এর ঝুলিতে। সব মিলিয়ে ৯৬তম অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।

এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।

এক নজরে দেখে নিন ৯৬তম অস্কার বিজয়ীদের তালিকা 

সেরা ছবি- ওপেনহাইমার

সেরা অভিনেতা- কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপ্টেড চিত্রনাট্য- কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)

মৌলিক চিত্রনাট্য- জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অন জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুওর থিংস

সেরা কস্টিউম- পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments