Saturday, July 27, 2024
spot_img
Homeসারাদেশমর্টার শেলের বিকট শব্দে কাঁপল টেকনাফের ১৩ গ্রাম

মর্টার শেলের বিকট শব্দে কাঁপল টেকনাফের ১৩ গ্রাম

মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কাছে নাকপুরা এলাকায় রোববার রাতে ২১টি মর্টার শেলের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কেঁপে ওঠে টেকনাফ সীমান্তের ১৩টি গ্রাম। রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এসব গ্রামের লোকজন।

এ ব্যাপারে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইল গ্রামগুলো।

স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার বিজিপি সেক্টরে হামলা চালিয়েছে। জবাবে বিজিপি সদস্যরাও পাল্টা হামলা চালায়। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা।

এদিকে মিয়ানমারের এ পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদের শাহপরীর দ্বীপ সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments