Sunday, April 28, 2024
spot_img
Homeসারাদেশবাগেরহাটকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

বাগেরহাটকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে কলস মাথায় নিয়ে মানববন্ধন করেছেন পশুর নদপাড়ের শতাধিক বাসিন্দা। বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে আজ শুক্রবার মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, মোংলা উপজেলার চারদিকে পানি থাকলেও কোনো খাওয়ার পানি নেই। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। খারাপ পানি খেতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।

এদিকে একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবিন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘চারদিকে পানি,  তার পরও আমরা পানির সংকটে রয়েছি। সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানির সংকট নিরসনের দাবি জানান বক্তারা।

এ ছাড়া শরণখোলা ও রামপালে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments