Friday, November 22, 2024
spot_img
Homeবিনোদনসেপ্টেম্বরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মঞ্চে দেখা যাবে প্রথম সৌদি মডেল

সেপ্টেম্বরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মঞ্চে দেখা যাবে প্রথম সৌদি মডেল

প্রথমবারের মতো বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এক মডেল। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিজয়ী সৌদি মডেল রুমি আল-কাহতানি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁর অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে আল-কাহতানি আরবি ভাষায় লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত।’

প্রথম কোনো সৌদি মডেল হিসেবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন রুমি আল-কাহতানি। ছবি: ইনস্টাগ্রামসৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে রুমি আল-কাহতানি লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’

রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হন তিনি। ছবি: ইনস্টাগ্রামইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং স্থানীয়ভাবে ডিজাইন করা পোশাক পরতে দেখা গেছে।

ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে রুমির। ছবি: ইনস্টাগ্রামসংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments