Wednesday, September 11, 2024
spot_img
Homeজাতীয়খালেদা জিয়ার সাজা আর ৬ মাস স্থগিত, প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার সাজা আর ৬ মাস স্থগিত, প্রজ্ঞাপন জারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড দুই শর্ত বহাল রেখে আরও ছয় মাস স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সাজা স্থগিতের শর্ত দুটি হলো–তিনি তাঁর বাসভবনে থেকে চিকিৎসা নেবেন। তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার চলতি মার্চের প্রথম সপ্তাহে আবেদন করেন। এবারসহ প্রতিবার ছয় মাস করে মোট নয় বার সাজা স্থগিত করল সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ঢাকার একটি বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর সাজার বিরুদ্ধে তাঁর আপিল খারিজ করে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করে।

প্রথমবার সাজা স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পান। তিনি রাজধানীর গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments