Saturday, April 27, 2024
spot_img
Homeবিশ্বইউরোপের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পরিকল্পনা: পুতিন বললেন হাস্যকর

ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পরিকল্পনা: পুতিন বললেন হাস্যকর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করছে—পশ্চিমাদের এই দাবি হাস্যকর। রাশিয়ার তেভর অঞ্চলে রুশ সামরিক বাহিনীর পাইলটদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুতিন বলেছেন, ‘ইউক্রেনের পর আমরা ইউরোপে আক্রমণ করার পরিকল্পনা করছি (পশ্চিমাদের) এমন অভিযোগ—সম্পূর্ণ বাজে কথা বা হাস্যকর এবং এই প্রচেষ্টা কেবল দেশগুলোর জনগণকে ভয় দেখানোর জন্য এবং তাদের কাছ থেকে আরও অর্থ হাতিয়ে নেওয়ার জন্য।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, পশ্চিমা বিশ্ব মূলত এই ন্যারেটিভ দাঁড় করিয়েছে যখন তাদের অর্থনীতি মন্দায় এবং জীবনযাত্রার মান অবনতির পথে এবং এই বিষয়টি একেবারে পরিষ্কার ও সবাই স্বীকার করে। এটি কেবল প্রচার নয়, বাস্তবেই এটি ঘটছে।’

পশ্চিমা বিশ্বের দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতি ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, ‘তাদের (জনগণের সামনে) নিজেদের ন্যায্যতা প্রমাণ করতে হবে এবং তাই তাঁরা তাদের জনগণকে রুশ জুজুর ভয় দেখাচ্ছে এবং সমগ্র বিশ্বে তাদের থাবা প্রসারিত করার চেষ্টা করছে।

এদিকে, রাশিয়ার জব্দ অর্থের মুনাফা দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার পরিকল্পনা এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গোলাবারুদের প্রচণ্ড সংকটের মধ্যে গত ২১ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনা চূড়ান্ত হলে রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনের জন্য বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ব্যবস্থা হতে পারে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments