Saturday, April 27, 2024
spot_img
Homeখেলাধুলাসাকিব মনে করেন, শান্ত অসাধারণ লিডার হবে

সাকিব মনে করেন, শান্ত অসাধারণ লিডার হবে

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সাকিবের ফেরায় বাংলাদেশ দল হবে আরও ভারসাম্যপূর্ণ এবং উজ্জীবিত। তবে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জেতা উচিত।

সাদা বলে বেশ প্রতিষ্ঠিত দল বাংলাদেশ। লাল বলে তাঁর বিপরীত দৃশ্য। সে প্রসঙ্গ টেনে আজ ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘আশা তো সব সময় করি যেন জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সব সময় সংগ্রাম করেছি, আমাদের জন্য কঠিন। তবে আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে অনেক ভালো করা উচিত এবং টেস্ট জেতা উচিত।’

সাকিব সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই। টাইমড আউটের সেই আলোচিত ম্যাচে, যে ম্যাচে হয়েছিলেন ম্যাচ-সেরাও। টেস্টে ফেরার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং ডিপিএলে গতকাল শেখ জামালের হয়েও ম্যাচ-সেরা হয়েছেন। সব মিলিয়ে দারুণ সময় কাটছে তাঁর।

ফলে টেস্টে ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে সাকিবের? তিনি অবশ্য জানিয়েছেন, নিজের কোনো লক্ষ্য নেই, খেলতে চান দলের জন্য। সাকিব বললেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, আমার ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কোনো চিন্তা ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয় পারফরম বা প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই আমি টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে গর্বিত-আনন্দিত একই সময়ে।’

সাকিবের মতে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতে পারেন বাংলাদেশ দলের অসাধারণ একজন ‘লিডার’। তাঁকে সবার সমর্থন দেওয়া উচিত। সাবেক অধিনায়ক বললেন, ‘আগেভাগেই দায়িত্ব দেওয়া হয়েছে (অধিনায়ক করা হয়েছে শান্তকে)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফল ওর পরে এসেছে, যেটা ওকে সহায়তা করবে আরও এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে আমার ধারণা সে অসাধারণ একজন লিডার হবে।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments