Monday, May 20, 2024
spot_img
Homeবিশ্বরমজানের প্রথমার্ধে মসজিদে নববিতে নামাজ পড়েছেন দেড় কোটি মুসল্লি

রমজানের প্রথমার্ধে মসজিদে নববিতে নামাজ পড়েছেন দেড় কোটি মুসল্লি

মুসলিমদের পবিত্র মাস রমজানের প্রথমার্ধ, অর্থাৎ প্রথম ১৫ দিনে মদিনার মসজিদে নববিতে নামাজ পড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। অর্থাৎ, এই ১৫ দিনে দেশ-বিদেশের প্রায় দেড় কোটি মানুষ ইসলাম ধর্মের অন্যতম পবিত্র এই স্থানে ভ্রমণ করেছেন। সৌদি আরব সরকারের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

কাবা শরিফ ও মসজিদে নববির তত্ত্বাবধায়ক জেনারেল অথোরিটি ফর কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের তথ্য ও পরিসংখ্যানবিষয়ক শাখার প্রধানর সুলতান আল-বাদরি এ তথ্য জানিয়েছেন। মুসল্লিদের পবিত্র এই স্থানে বিভিন্ন পরিষেবার এক সুসমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে বলেও জানান তিনি।

সুলতান আল-বাদরি জানান, এই সময়ের মধ্যে মুসল্লি নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নবী মুহাম্মদের (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন। স্থানীয় সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নুসুক অ্যাপ পবিত্র এই স্থানে প্রবেশের ভিড় নিয়ন্ত্রণে বেশ সহায়তা করেছে।

চন্দ্র বছরের হিসাব অনুসারে গত ১১ মার্চ সৌদি আরবে রোজা শুরু হয়েছে। সাধারণত এই সময়টাকে ওমরাহ ও নবীর রওজা জিয়ারতের জন্য উত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা সারা বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকে। সাধারণত, ওমরাহ শেষে মুসল্লিরা নবীর রওজা জিয়ারতে যান।

এদিকে মসজিদে নববির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ রোজার শুরু থেকেই সেখানে যাওয়া মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, চলতি রমজান মাসে মসজিদে নববিতে অন্তত ৮৫ লাখ প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments