প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যান্ড সোলস। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা। তবে সোলসের এই সফরে থাকছেন না নাসিম আলী খান। অনেকের ধারণা, সোলস ব্যান্ড ছেড়েছেন তিনি। সোলসের দল নেতা পার্থ বড়ুয়া জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই।
একই কথা বলেছেন নাসিম আলী খানও, ‘কিছু সমস্যার কারণে সোলসের যুক্তরাষ্ট্র সফরে থাকতে পারছি না। তবে আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি।’ জানা গেছে, এবারের যুক্তরাষ্ট্র সফরে ২০টি শোতে পারফর্ম করবে সোলস। চলতি মাসে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্টে পারফর্ম করেছে দলটি। কনসার্ট ছাড়া নতুন গান নিয়েও কাজ করছে সোলস। ঈদুল ফিতর উপলক্ষে সোলসের নতুন গান প্রকাশের কথা রয়েছে।