Monday, May 20, 2024
spot_img
Homeবিনোদনথানচিতে গোলাগুলির কবলে পড়া তারকারা নিরাপদে ঢাকায় ফিরেছেন

থানচিতে গোলাগুলির কবলে পড়া তারকারা নিরাপদে ঢাকায় ফিরেছেন

নাদান’ সিনেমার শুটিংয়ে বান্দরবান গিয়েছিলেন অভিনেতা শ্যামল মাওলা, এরফান মৃধা শিবলুরা। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় ১০ থেকে ১২ দিন শুটিংয়ের পর থানচিতে ফেরে সিনেমার টিম। গতকাল বুধবার সকাল থেকে থানচি বাজারঘাটে শুটিংয়ে অংশ নেন তাঁরা। দুপুরের দিকে হঠাৎ গোলাগুলির কবলে পড়ে পুরো ইউনিট।

সেই সময়ে ধারণকৃত একটি ভিডিও গতকাল রাতে ফেসবুকে পোস্ট করে শ্যামল মাওলা লিখেছেন, ‘“নাদান” সিনেমার শুটিং করতে গিয়ে গোলাগুলির মুখে আমরা।’

গতকাল বান্দরবানের থানচি উপজেলা বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে ডাকাতি শেষে গুলি ছুড়তে ছুড়তে থানচি ছাড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী।


শ্যামল মাওলা ও এরফান মৃধা শিবলু ছাড়া শুটিংয়ে আরও ছিলেন, শ্যাম মাওলার স্ত্রী ও অভিনেত্রী মাহা সিকদার, পরিচালক ফরহাদ চৌধুরী, চিত্রনায়ক সাইফ খান ও অভিনেত্রী সায়মা স্মৃতিসহ অনেকে।

গতকাল বুধবার শিবলু ফেসবুকে লিখেছেন, ‘কেউ বান্দরবানের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গোলাগুলি হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।’

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থানচিতে হোটেলে ফেরে ‘নাদান’ টিম। থানচির পরিস্থিতি তখন থমথমে ছিল, তাঁরা হোটেলেও কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। থানচির পরিস্থিতি শান্ত হওয়ার পর রাতে ঢাকার পথ ধরেছেন তাঁরা। আজ সকালে ঢাকায় পৌঁছেছেন শ্যামল মাওলা, এরফান মৃধারা।


আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার খবর ফেসবুকে জানিয়ে অভিনেতা এরফান মৃধা শিবলু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপদে আজ ভোরে প্রিয় ঢাকায় প্রবেশ করিয়াছি।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments