Thursday, May 9, 2024
spot_img
Homeখেলাধুলাভারত সিরিজেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের মেয়েদের

ভারত সিরিজেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের মেয়েদের

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে এ বছরের শেষেই। বিশ্বকাপের বছরের শুরুতেই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিং-বোলিং কোথাও পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছয় ম্যাচের সিরিজ শেষ হলো আজ। অজিদের পর এ মাসের শেষেই ভারতীয় নারী দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এরই মধ্যে তিন ম্যাচ। সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ হারিয়েছে ভারতের মেয়েদের। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভারত সিরিজেই কাটিয়ে উঠতে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি নাহিদা আকতার বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টির আগে আমাদের আরও সিরিজ রয়েছে। সামনে আমাদের ভারত সিরিজ রয়েছে। পাঁচটা টি-টোয়েন্টি খেলব। এখানে যে ঘাটতিগুলো ছিল, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কাজ করার। তাই আমরা আশা করছি যে পরবর্তী সিরিজেই ভালো করার চেষ্টা করব।’

ধবলধোলাই এড়াতে বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া আজ লক্ষ্য দিয়েছে ১৫৬ রানের। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫৩ রানেই হারায় ৯ উইকেট। অধিনায়ক জ্যোতির ৩২ রানের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭৮ রান করতে পারে। ক্যারিয়ারে বেশিরভাগ সময় ব্যাটিং অর্ডারের প্রথম দিকে ব্যাটিং করলেও জ্যোতি আজ ব্যাটিং করেছেন ৭ নম্বরে। কেন জ্যোতি সাতে ব্যাটিং করলেন, সেই ব্যাখ্যায় নাহিদা বলেন, ‘এটা কৌশলগত কিছু না। সে (জ্যোতি) অসুস্থ বোধ করছিল। সে কারণে একটু দেরিতে ব্যাটিং করেছে।’

অস্ট্রেলিয়া নারীদের বাংলাদেশ সফর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম। এতদিন পরে এলেও সিরিজজুড়েই দারুণ খেলেছে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেরই বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চাপে পড়লেও সফরকারীরা সহজেই উতড়ে গেছে। অ্যালিসা হিলি, এলিসে পেরির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা খেলেছেন এই সিরিজে। অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশের মেয়েরা অনেক কিছু শিখেছেন বলে মানছেন নাহিদা। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘দেখুন তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আপনারা সবাই তো জানেন। আমরা চেষ্টা করছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো বোলিং, ব্যাটিং করা যায়। যে ঘাটতিগুলো আমাদের হয়েছে, তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments