Thursday, May 2, 2024
spot_img
Homeসারাদেশথমথমে থানচি, কুকি-চিনের খোঁজে ড্রোন

থমথমে থানচি, কুকি-চিনের খোঁজে ড্রোন

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা বান্দরবানের থানচি থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপন করে রয়েছে। তাদের অবস্থান শনাক্তে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। যেকোনো সময় কেএনএফ আবারও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রমণ প্রতিরোধে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে পুলিশ।

আজ শুক্রবার থানচি থানার ওসি জসিম উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কেএনএফ। গতকাল (বৃহস্পতিবার) রাতে থানচি বাজার ও থানার তিন দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা থানা দখলের চেষ্টা করে। আমরা পাল্টা গুলি চালালে পালিয়ে যায়।

ওসি বলেন, কেএনএফ সদস্যরা এখন থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়েছি। তারা আবারও আক্রমণ করার আশঙ্কা রয়েছে। প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।

প্রথমে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, তারপর বাজার ও থানায় এলোপাতাড়ি গুলি ছোড়ার মতো দুর্ধর্ষ ঘটনার পরেও গভীর জঙ্গলে সরে যায়নি কেএনএফ। তিন দিনে দুটি সন্ত্রাসী ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে থানচি এলাকায়। বাজারের ব্যবসায়ীরা ভয়ে কেউ মুখ খুলছেন না। এক পাহাড়ি ব্যবসায়ী বলেন, কুকি-চিন সন্ত্রাসীরা কী চায় আমরা বুঝতে পারছি না। জীবনে প্রথম ব্যবসা করতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এভাবে চললে ব্যবসায় ধস নেমে আসবে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments