Thursday, May 9, 2024
spot_img
Homeবিশ্ব৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আঘাত হেনেছে ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, নিউইয়র্ক শহর আজ শুক্রবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

প্রাথমিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন যে, ভূমিকম্পে কেঁপে উঠেছে ব্রুকলিনের ভবনগুলো। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলছিল গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক। ভূমিকম্পের পর সাময়িকভাবে বৈঠকটি স্থগিত করা হয়।

বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। ভূমিকম্পের সময় তিনি বলে ওঠেন, ‘এটা কি ভূমিকম্প?’

সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা জানান, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত এবং লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকে ভূমিকম্প অনুভব করেছেন তারা।

নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘আমি ভালো আছি।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments