Monday, May 20, 2024
spot_img
Homeরাজনীতি১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। এর আগে ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

গতকাল সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

ঢাকায় সমাবেশসহ ঘোষিত কর্মসূচি পালনের বিষয়টি অবহিত করে ও সহযোগিতা চেয়ে পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছে জাাময়াত। গতকাল বিকাল ৫টার দিকে পুলিশ সদর দপ্তরে গিয়ে চিঠিটি দেন জামায়াতের একটি প্রতিনিধিদল। জামায়াতের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি আইজিপির কার্যালয়ে পৌঁছে দেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments