Sunday, May 12, 2024
spot_img
Homeসারাদেশহাওরে আট নৌকায় ভাসছিল আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি

হাওরে আট নৌকায় ভাসছিল আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মধ্যনগরে বিচ্ছিন্নভাবে ভাসছিল আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিবোঝাই কয়েকটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা। উপজেলার রংচী গ্রামের নিকটবর্তী তেকুইন্না বিলে এ দৃশ্য দেখে স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে লাইভ করেন। লাইভ ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে পরে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৬১১ বস্তা চিনি ও আটটি নৌকা জব্দ করে পুলিশ। এ চিনির বাজারমূল্য ৮০ লাখ ৫৫ হাজার টাকা।

মঙ্গলবার বিকেলে চালানো এ অভিযানে মোস্তফা কামাল নামের একজনকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেলে আটক ও পলাতক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ছয়/সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মোস্তফা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের আবদুল মোতালিবের ছেলে। এ সময় একই ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে আলম নূর পালিয়ে যায়।

এদিকে, খবর পেয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমাও ঘটনাস্থলে যান। সেখানে তিনি ৬১১ বস্তা চিনি জব্দ দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জব্দ চিনি নিলামে বিক্রির চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ইউএনও অতীশ দর্শী জানান, তিনি ৬১১ বস্তা চিনি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মধ্যনগর থানার ওসি ইমরান হোসেন বলেন, ১ হাজার ৬১১ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments