Sunday, April 28, 2024
spot_img
Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশের মেয়েরা

মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে অজিদের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেল স্বাগতিকেরা।

আগের দুই ম্যাচে বাংলাদেশের স্কোর পেরোয় ৯০। আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে ৯০ রানও পেরোয়নি। হতাশার ব্যাটিং ব্যর্থতায় ডুবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বাংলাদেশের ইনিংস থামে ৮৯ রানে। ২ উইকেট হারিয়ে ১৮৯ বল হাতে রেখে সেই লক্ষ্য সহজেই তাড়া করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে নিল সফরকারীরা।

৯০ রানের লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৫১ বলে ৪৩ রান। নবম ওভারে লিচফিল্ডকে (১২) ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন সুলতানা খাতুন।

১৩তম ওভারে আরেক ওপেনার হিলিকে ফেরান রাবেয়া খান। ৩৪ বলে ২ ছক্কা ও ৪টি চারে ৩৩ রান আসে অজি অধিনায়কের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে বেথ মুনি ও এলিসে পেরির ৩৪ বলে ৩৯ রানের জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। পেরি ২৭ ও মুনি ২১ রানে অপরাজিত থাকেন।

প্রথম দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছিল ধবলধোলাই এড়ানোর। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব রয়েছে সিরিজের প্রতিটি ম্যাচেরই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যাটিংয়ে দুর্দশা ফুটে ওঠে বাংলাদেশের। ৮৯ রানেই অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ১০০ রান কর‍তে পারেনি। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৫ আর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯৭ রানে অলআউট হন জ্যোতিরা। আজ করতে পারেননি ৯০ রানও।

উইকেটের পতন শুরু হয় দ্বিতীয় ওভার থেকেই। এলিস পেরির বলে ফিরেছেন বাংলাদেশের ওপেনার সুমাইয়া আকতার। রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের ওপেনার। পরের ওভারের শেষ বলে স্বাগতিকদের আরেক ওপেনার ফারজানা হককে (৫) ফেরান কিম গার্থ।

অষ্টম ওভারে মুর্শিদা খাতুনকে ৮ রানে ফিরিয়ে দলীয় ২৪ রানে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি ব্যাটাররাও যেন আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। কোনো ব্যাটারই থিতু হতে পারছিলেন না।

অধিনায়ক জ্যোতি একটু হাল ধরার চেষ্টা করলেও সেটিও ব্যর্থ হয়। দলীয় ৫৩ রানে সোফি মলিনার বলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। ৬৩ রানে ৯ উইকেট পতনের পর ধারণা করা হচ্ছিল, এই ম্যাচেই হয়তো সবচেয়ে কম রানে অল-আউট হবে।

দশম উইকেটে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের ২৬ রানের জুটিতে শেষ পর্যন্ত স্কোর ৮৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ। ২৬.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অজিদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন গার্থ ও অ্যাশলে গার্ডনার। আগামী ৩১ মার্চ মিরপুর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments