Saturday, April 27, 2024
spot_img
Homeখেলাধুলাপিছিয়ে পড়েও কোস্টারিকাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

পিছিয়ে পড়েও কোস্টারিকাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে আর্জেন্টিনা পাবে না—এ খবর অনেক পুরোনো। তবু মেসির অনুপস্থিতিতে দুর্দান্ত খেলে চলেছে আর্জেন্টিনা। একের পর এক ম্যাচ জিতেছে দাপটের সঙ্গে। কোস্টারিকার বিপক্ষে আজ শুরুতে পিছিয়ে থেকেও আলবিসেলেস্তেরা জিতেছে ৩-১ গোলে।

লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আজ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। চার মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে বাঁ পায়ে শট দেন আনহেল দি মারিয়া। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস তা প্রতিহত করেন। শুরুতে সুযোগ মিস করার পর কোস্টারিকার রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোলমুখ খুলতে পারছিল না আর্জেন্টিনা, যেখানে ১৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার সুযোগ এনজো ফার্নান্দেজ পেয়েছিলেন ঠিকই, তবে কোস্টারিকার গোলরক্ষক নাভাস প্রতিহত করেন।

এক মিনিট পর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির শটও ঠেকিয়ে দেন নাভাস। আর্জেন্টিনার এমন সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল করে কোস্টারিকা। ৩৪ মিনিটে গোল করেন কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগার্তে। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আর্জেন্টিনা প্রথমার্ধে পায়নি গোলের দেখা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কোস্টারিকা।

পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে দ্রুতই। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে ফ্রিকিকে গোল করেন দি মারিয়া। সমতায় ফেরার পর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা। ওতামেন্দির কর্নার থেকে পাওয়া পাস রিসিভ করে কাছাকাছি থেকেও গোল করতে পারেননি নিকোলাস তাগলিয়াফিকো। তাগলিয়াফিকোর শট লেগে যায় গোলবারে। তবে এজন্য আলবিসেলেস্তেদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে হয়নি। ৫৬ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার।৮ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ৬৪ মিনিটে ব্র্যান্ডন আগুইলেরার অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কোস্টারিকার ডিফেন্সিভ মিডফিল্ডার ব্র্যান্ডন আগুইলেরা। তবে আগুইলেরার শট অনেক বাইরে দিয়ে চলে যায়।

 

কোস্টারিকার গোল মিসের সুযোগ হাতছাড়া হতে না হতেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। ৭৭ মিনিটে রদ্রিগো দি পলের থ্রু বল থেকে বল রিসিভ করেন লাওতারো মার্তিনেজ। রিসিভের পর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। ম্যাচ যতই শেষের দিকে গড়াতে থাকে, ব্যবধান বাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। তবে আর কোনো গোল করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments