বরিশাল শহরের জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম নামে এক মুসল্লি জানান, দুপুর দেড়টার দিকে আমরা জোহরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছি। এ সময় হঠাৎ দোতলায় বিস্ফোরণের বিকট শব্দ পাই। মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ছুটে গিয়ে দেখি মসজিদের ইমামের থাকার কক্ষের এসি বিস্ফোরণে আগুন লেগে গেছে। ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে উপস্থিত লোকজন পানি দিয়ে অনেকটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরেক মুসল্লি জুবায়ের হোসেন বলেন, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই পুরো মসজিদ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মুসল্লিরা ছোটাছুটি শুরু করে দেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বেশি সময় চলায় গরম হয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়। নতুবা এসিটি ত্রুটিপূর্ণও থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে আসল কারণ বেড়িয়ে আসবে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জানান, নামাজ আদায়ের সময় মসজিদের দ্বিতীয় তলায় ইমামের থাকার কক্ষে থাকা এসি বিস্ফোরণ হয়। তবে মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সাথে সাথে মসজিদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। বড় কোনো ক্ষতি হয়নি।