Monday, May 13, 2024
spot_img
Homeসারাদেশনাটোরের সেই এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন ঘিরে উত্তেজনা

নাটোরের সেই এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন ঘিরে উত্তেজনা

দুর্নীতি করে নির্বাচনের খরচ তোলার ঘোষণা দেওয়া নাটোর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের পদ বাতিলের দাবিতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ মানববন্ধন করেছে। অপরদিকে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে কর্মীসভার ব্যানারে বিক্ষোভ করেছেন। একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায়।  

সোমবার (১ এপ্রিল) সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের (বকুল অনুসারী) নেতাকর্মীরা মানববন্ধন করেন। এ সময় তারা আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ-সমাবেশ করেন।

এ সময় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

অপরদিকে একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিমে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিলটি নিয়ে রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা ফিরে যায়।

প্রসঙ্গত, লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments