Thursday, May 9, 2024
spot_img
Homeখেলাধুলাটেস্ট বিশেষজ্ঞদের বেশি অনুশীলনের তাগিদ শান্তর

টেস্ট বিশেষজ্ঞদের বেশি অনুশীলনের তাগিদ শান্তর

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে চ্যালেঞ্জ কম বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে মুমিনুল হকও একই কথা বলেছিলেন।

তবে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার একটি উপায়ও বাতলে দিয়েছেন শান্ত। তার মতে, যারা দলের টেস্ট বিশেষজ্ঞ তাদের আলাদা করে প্রস্তুতি নিতে হবে। এছাড়া ‘এ’ দলের হয়ে দেশে বা অন্য দেশে আন্তর্জাতিক টেস্টের আগে ম্যাচ খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।

শান্ত বলেন, ‘আমাদের পরবর্তী টেস্ট সফর যেখানে হবে আমরা সেখানে ‘এ’ দলের সঙ্গে টেস্ট বিশেষজ্ঞদের পাঠাতে পারি। এতে করে ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে তারা ধারণা পাবে। ভালো প্রস্তুতিও হবে। যারা সাদা বলের ক্রিকেট থেকে আসবে তাদের নেটেই বেশি অনুশীলন করতে হবে।’

প্রথম শ্রেণির মান সম্মত ম্যাচ তারা খেলার সুযোগ পান না বলেও উল্লেখ করেছেন শান্ত, ‘ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট হয়তো সহায়তা করবে। তবে এখানে আমরা পর্যাপ্ত চ্যালেঞ্জের মুখোমুখি হই না। আমি মনে করি, পর্যাপ্ত ম্যাচ খেলতে পারলে এখানে উন্নতি করার সুযোগ আছে।’

ঘরোয়া ক্রিকেটের এই সংকট কিংবা ‘এ’ দলের কম ট্যুরের মধ্যেও টেস্টে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে টেস্ট জিতে আসা, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজে টেস্ট ড্র করা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্ট জয় ওই প্রমাণই দেয়।

ঘরোয়া ক্রিকেট কাঠামোর ওপর পুরো দায় দেওয়ার সুযোগ নেই। ব্যাটিং ব্যর্থতার দায় তাই নিজেদের ওপর নিচ্ছেন শান্ত, ‘আমরা পুরো সিরিজে ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার সুযোগ নেই। টেস্টে আমরা ব্যাটিংয়ে এতো খারাপও না। তবে টেকনিক ও মানসিকতার দিক থেকে আমাদের  উন্নতির অনেক জায়গা আছে।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments