Thursday, May 9, 2024
spot_img
Homeবিশ্বআল-আকসায় ফজর থেকে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস, জুমা পড়তেও বাধা

আল-আকসায় ফজর থেকে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস, জুমা পড়তেও বাধা

মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত জেরুসালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

শুক্রবার ভোর থেকেই আল-আকসা মসজিদে কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। এতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজ পড়তে পারেনি অনেক মুসল্লি।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজির হয়েছিল হাজার হাজার মুসল্লি। বেশ কয়েকজন তখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এর মধ্যে কিছু স্লোগান ছিল উসকানিমূলক। কয়েকজন তখন ইসরায়েলি পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণের বাইরে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের মুসল্লিরা বলেছেন যে, গত ৭ অক্টোবর গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসায় তাদের প্রবেশাধিকারে বাধা দিচ্ছে।

এদিকে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) শুক্রবার আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষকে প্রবেশে বাধা দেওয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা করেছে।

মসজিদ আঙিনায় মুসল্লিদের ওপর বিষাক্ত-গ্যাস বোমা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েলি পুলিশের এই কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে ওআইসি।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments