Wednesday, May 8, 2024
spot_img
Homeসারাদেশপার্বত্য অঞ্চলের প্রভাব দেশের ভেতরে পড়বে না’

পার্বত্য অঞ্চলের প্রভাব দেশের ভেতরে পড়বে না’

পার্বত্য অঞ্চলের ঘটনায় দেশের ভেতরে কোনো প্রভাব পড়বে না। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীযৌথ অভিযান পরিচালনা করছে। এতে পার্বত্য অঞ্চলের পুলিশ পয়েন্টগুলোতেও কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান আবু কালাম সিদ্দিক।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের সাব অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসে ট্যুরিস্ট পুলিশ প্রধান সংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমিও এক সময় পার্বত্য অঞ্চলের পুলিশ সুপার ছিলাম। আমি আগেও দেখেছি, ওই অঞ্চলে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটতো। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন বিনোদন পার্ক রয়েছে। সেখানে দেশি-বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। একইসঙ্গে সামনে বাঙালিদের বর্ষবরণ অনুষ্ঠান আসছে। তাদের যাতে অসুবিধা না হয় এজন্য দেশের ১২৫টি স্থানে ট্যুরিস্ট পুলিশ পয়েন্ট করেছে। একই সঙ্গে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি জন্য এখানে সাব অফিস করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নাইমুল হক, ঢাকা রিজিয়নের  অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার, আশুলিয়ার সাব অফিস ইনচার্জ মনিরুল হক ডাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments