Monday, May 20, 2024
spot_img
Homeঅর্থনীতি৬ মাসে মোবাইল ব্যাংকে লেনদেন ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা:...

৬ মাসে মোবাইল ব্যাংকে লেনদেন ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

চলতি (২০২৩–২৪) অর্থবছরের ১ জুলাই হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদে মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩–২৪) জুলাই হতে জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৪২৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য হতে এক হাজার ৬১০ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, সৌদি আরব হতে ১ হাজার ৬০১ দশমিক ২২, যুক্তরাষ্ট্র হতে ১ হাজার ৩৩২ দশমিক ৬৩, ইতালি হতে ৯০০ দশমিক ২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

স্বতন্ত্র সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি উদ্যোগে চালু থাকা ১৮টি আইসিটি পার্কে দেশি–বিদেশি ১৯২টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারি খাত থেকে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments