• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা সহো দোকানঘর ভাঙচুর 

     swadhinshomoy 
    22nd Sep 2025 7:46 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ মনির হোসেন (পরাগ)জেলা প্রতিনিধি,মাদারীপুর:

    মাদারীপুরের কালকিনি উপজেলার পাংগাসিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর ভাংচুর এবং গাছ কাটার অভিযোগ পাওয়া গিয়াছে।

    গত শনিবার (২০ সেপ্টেম্বর)  সকাল ১০ টার সময় কালকিনি পৌরসভার পাংগাসিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর ভাংচুর ও গাছ কাটার ঘটনা ঘটে।
    বিজ্ঞ যুগ্ম জেলাজজ ১ম আদালত মাদারীপুর, দেওয়ানী মোকাদ্দামা নং ১১৮/২০২৫ সূত্রে জানা যায়, ডেঙ্গর হাওলাদারের মাদারীপুর স্টেশন কালকিনির অন্তর্গত ৭৯নং পাঙ্গাসিয়া মৌজায় এসএ ৬৭২ ও ৬৭৩ নং খতিয়ানের এসএ ৪৮১,৪৮৮, ৪৯১ ও ৪৯৩ দাগ সমূহের জমির বাবদ যে দুইটি জমা লিখা যায় তাহাতে এসএ জরিপ মূলে ডেঙ্গর হাওলাদার ১৬ আনা স্বত্ববান ভোগ দখলকার থাকা অবস্থায় এসএ পর্চা শুদ্ধভাবে চূড়ান্ত প্রকাশিত হয়।
    এসএ জরিপের পরে ডেঙ্গর হাওলাদার মারা গেলে তাহার দুই পুত্র ইউসুফ হাওলাদার ও ইউনুচ হাওলাদার এবং তিন কন্যা মরিয়ম বেগম, আসিয়া বেগম, মেহেরুন নামে ওয়ারিশ থাকে। অতঃপর ইউসুফ হাওলাদার মারা গেলে তাহার তিন পুত্র এবং সাত কন্যা ও দুই স্ত্রী ওয়ারিস হয়। তিন পুত্র হলো আবু বক্কার, তোফাজ্জল হোসেন, শাহ ইমরান জুয়েল।
    বিআরএস জরিপে উক্ত এসএ ৪৮১,৪৮৮,৪৯৪,৪৯৫ দাগের জমি ৮১০, ৮১১, ৮১৩ ও ৮২২ দাগে নকশা অংকিত হইয়া বিআরএস ৩৮৭ ও ৪৮২ খতিয়ান এ বর্ণিত ডেঙ্গর হাওলাদারের ক্রমিক ওয়ারিশদের নামে রেকর্ড হয়।
    মামলা সূত্রে আরও জানা যায়, বিগত ৬-৯-২০২৫ইং তারিখে সকাল ৮ ঘটিকার সময় ১নং বিবাদী আব্দুর রব হাওলাদার লোকজন নিয়া বাদি পক্ষের স্বত্ব দখলীয় নালিশি জমির দোকানের সামনে আসিয়া, নালিসি তফসিল বর্ণিত সম্পত্তি ২০-১-২০২১ইং তারিখের ৪৭৯নং সাব কবলা মূলে খরিদ করার কথা প্রকাশ করেন।
    এমতাবস্থায় বাদী শাহ ইমরান জুয়েল ও তোফাজ্জল হোসেন উক্ত সম্পত্তি তাদের ওয়ারিশান হিসেবে অগ্রক্রয়ের কথা জনসম্মুখে প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে বিগত ১১-৯-২০২৫ ইং তারিখে মুসলিম আইনের বিধান মতে অগ্রক্রয়ের মোকাদ্দামা দাখিল করেন। যাহার মামলা নাম্বার ১১৮/২০২৫
    উক্ত মামলার ১৭-৯-২০২৫ইং তারিখের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত কর্তৃক একটি আদেশে নালিশি ভূমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ বা আকার আকৃতি পরিবর্তন না করার জন্য এক আদেশ প্রদান করেন। যাহা অস্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হবে।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালতের ওই আদেশ অমান্য করে বাদীর দোকানঘর ভাঙচুর করা হয়েছে এবং বসতবাড়ির গাছ কেটে ফেলা হয়েছে।
    এ বিষয়ে জানতে বিবাদীকে (আব্দুর রব হাওলাদার) একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930