কামরুল হাসান (কুড়িগ্রাম,নাগেশ্বরী):
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সঙ্গীত, নিত্য ও চারুকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বরী শিল্পকলা একাডেমীর সভাপতি জনাব সিব্বির আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক,বিশিষ্ট সংগীত শিল্পী ও নাগেশ্বরী উপজেলা জাসাসের আহ্বায়ক জনাব হাবিবুল হক মৃধা,নাগেশ্বরী উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাংবাদিক জনাব প্রভাষক কামরুল হাসান,নাগেশ্বরী উপজেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান, নাগেশ্বরী উপজেলা জাসাসের সদস্য সচিব ও সঙ্গীত শিল্পী জনাব রাজু আহমেদ শেখ, নাগেশ্বরী উপজেলা জাসাসের সদস্য, ভাওয়াইয়া শিল্পী ও বিশিষ্ট সাংবাদিক জনাব শফিকুল ইসলাম শফি,নাগেশ্বরী পৌর জাসাসের আহ্বায়ক ও সংগীত শিল্পী জনাব রাশেদুল ইসলাম রাশেদ, নাগেশ্বরী পৌর জসাসের যুগ্ন আহ্বায়ক
ও সংগীত শিল্পী জনাব দুলু, নাগেশ্বরী পৌর জাসাসের সদস্য সচিব জনাব আমানুল্লাহ মাওলা।আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও সদস্যবৃন্দ।
এই প্রশিক্ষণ কর্মশালায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বরী শিল্পকলা একাডেমির সভাপতি জনাব সিব্বির আহমেদ উপস্থিত সকলের কাছে নাগেশ্বরী শিল্পকলা একাডেমীর খোঁজ-খবর নেন, আগামীতে কিভাবে নতুন শিল্পী তৈরি করা যায়, নাগেশ্বরী উপজেলা শিল্পকলা একাডেমী কে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং বিদ্যমান সমস্যাগুলো কে কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বরী শিল্পকলা একাডেমীর সভাপতির আন্তরিকতা,অতিথায়নে উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

