মোঃ হাচান স্টাফ রিপোর্টার:
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব,ব্রিগেডিয়ার জেনারেল মুশিউল মুনির এর নির্দেশে হাসপাতাল নিরাপত্তার দায়িত্ব পালন করতেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার বাহিনীর নেতৃত্বে চলছে চোর ও ছিনতাইকারী ও দুর্নীতির বিরুদ্ধে তৎপর অভিযান
আজ ২২\১০\২০২৫ ইং
রাত আনুমানিক ১২:১০এ,এম
বাংলাদেশ আনসার বাহিনীর এ,পি,সি রাকেশ সরকারের নেতৃত্বে নাইট ডিউটি দেওয়া হয় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মেইন গেট ও ইমারজেন্সি বিভাগ ও মেডিকেলএর পিছন দিকে। এ,পি,সি রাকেশ সরকারের বিশেষ অভিযানে অত্র হাসপাতালের পরিচালক জনাব, ব্রিগেডিয়ার জেনারেল মুশিউল মুনির এর বাসভবনের এর পাশ থেকে এসি চোর কে আটক করেন এবং মহিলা গাইনি ওয়াড থেকে মোবাইল চোর কে ঘটনাস্থলেই আটক করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করছেন তারা।এসময় দেখা যায় যে চোরটি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন তার স্বীকারোক্তিতে জানা যায় যে সে নেশা করার জন্য চুরি করেন এবং শের ই বাংলা মেডিকেলের আশেপাশের মানুষদের বক্তব্যে তারা বলেন এই ধরনের নেশা সেবন কারিরাই নিয়মিত পকেটমার ও সিনতাই এর সাথে জড়িত থাকেন এবং দুটি হাসপাতাল নিরাপত্তা অভিযান পরিচালনা করেন এ পি সি জনাব, রাকেশ সরকার ও তার সঙ্গীহিসেবে ছিলেন আনসার সদস্য মোঃরাব্বি ও মোঃ রাকিবুল ও আরো কয়েকজন আনসার সদস্য।
বাংলাদেশ আনসার সদস্য দের সততা ও বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রতিনিয়ত আটক করে যাচ্ছে চোর ও ছিনতাই কারীদের কে।
(এ,সি) চুরি হওয়ার সময় আটকৃত চোরের নাম মোঃনাইম পিতা:হারুন তালুকদার মাতা:আয়েশা বেগম তার বর্তমান ঠিকানা বরিশাল সাগরদী।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃত রোগীদের স্বজনরা সাংবাদিকদেরকে জানান যে তারা নিরাপত্তা হীনতায় রয়েছেন এবং তাদের দাবি হলো অত্র হাসপাতালে আরো নিরাপত্তা বাড়ানো ও
চুরি ছিনতাই দুর্নীতি বন্ধ করা। এতে করে সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

