• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় সারে ছয় হাজার প্রান্তিক চাষির মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণ  

     swadhinshomoy 
    22nd Oct 2025 6:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:
    নওগাঁর মহাদেবপুরে সারে ছয় হাজারের অধিক প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় ওইসব প্রণোদনার সার-বীজ বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক চাষি সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ চাষি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি এসব সার ও বীজ  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন,বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি।এ উর্বর মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ জন্মে।সরকারের দেয়া বিনামূল্যের এসব সার ও বীজ বপণের মাধ্যমে কৃষিতে আমাদের বিপ্লব ঘটানোর আহবান জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান,২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার১০টি ইউনিয়নের প্রান্তিক চাষিদের ছয় হাজার ৫শ’ ৪০ জনের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, সাতশ’ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার,১০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার,৬০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৫০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৭০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031