• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে জিরা চোর চক্রের দুই হোতা আটক 

     swadhinshomoy 
    22nd Oct 2025 6:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    উপজেলা প্রতিনিধি।

    ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে বহুল আলোচিত জিরা চোর চক্রের দুই ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোষ্টগার্ড ও পুলিশে সমন্বয়ে যৌথ বাহিনী।

    ২২ অক্টোবর (বুধবার) ভোর রাতে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে এ অভিযান চালান নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিনা করেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান ও তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ও তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে।

    গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রিয়াজ (৩৬), ও সফিকের ছেলে রাসেদ (২৫)
    তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান আটককৃত আসামীদের নামে অপহরন মামলায় ওয়ারেন্ট রয়েছে । এছাড়াও তাদের নামে একাদিক মামলা রয়েছে এবং বিভিন্ন এলাকায় তারা গরু, ছাগল ও ঘরবাড়ি চুরির একাধিক অভিযোগ থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়।
    নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানান সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031