গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে গতকাল ২২ নভেম্বর শনিবার দুপুরে সর্বমঙ্গলাপাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তাঁর বক্তৃতায় বলেন,শিক্ষকদের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে,যেটা অন্য কোনো দল করতে দেয়নি।তারা শিক্ষককে রাজনীতি করতে বাধ্য করতো,শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্য ও আদর্শই ছিল শিক্ষকের নিজস্ব মত প্রকাশ করার অধিকার।আর এটাই জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ।একজন শিক্ষক দলীয় কথা বলতে চাইলে দলের পদবী নিয়ে কথা বলেন,দলীয় পদবী না থাকলে আপনি দলের কথা বলবেন না, কারণ তখন আপনি একজন শিক্ষক।রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,এনায়েতপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ এনামুল হক,চাঁন্দাশ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃখাইরুল ইসলাম,মাতাজিহাট টিবিএম কলেজের প্রভাষক মোঃ আব্দুর রউফ,কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বারিকুর রহমান,উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান,সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন,জাহাঙ্গীরপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সুপার মোঃ আজিজার রহমান,বাগডোব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক উম্মে সাইফন হুসনে-আরা, কালুশহর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকীয়া খাতুন,শিক্ষক মাহবুব আলম প্রমূখ।শিক্ষক সমাবেশে উপজেলার এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

