swadhinshomoy
23rd Nov 2025 2:37 pm | অনলাইন সংস্করণ Print
জানাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ ২৪ ডটকম-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার ২২ নভেম্বর শহরের অভিজাত হোটেল রেড চিলিতে উৎসব মুখর আয়োজনের মধ্য
দিয়ে ও অনুষ্ঠানে আগত সাংবাদিকদের লাল গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিসি নিউজের পরিবার ৷
অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হয় ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসি নিউজের
সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসি নিউজের স্টাফ রিপোর্টার
আমির খান।
এসময় বক্তারা বলেন, নীলফামারীর অনলাইন সাংবাদিকতায় মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব বজায় রেখে সিসি নিউজ ২৪ ডটকম এক যুগ পূর্ণ করেছে যা জেলার মিডিয়া অঙ্গনের জন্য গৌরবের বিষয়। তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে আলোচনা সভা ও সাংবাদিকদের এ মিলন মেলা ৷ প্রতিষ্ঠাতে এই ব্যতিক্রমী আয়োজন দেখে সাংবাদিকরা বেজায় খুশি ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ্,এম এ করিম মিস্টার, আমিরুজ্জামান, সাকির হোসেন বাদল,কাজী জাহিদ,তোফাজ্জল হোসেন লুতু,গোপাল চন্দ্র,নজরুল ইসলাম নজু,সৈয়দা রোকসানা জামান (শানু), আমিরুল,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ্,এম এ করিম মিস্টার, আমিরুজ্জামান, সাকির হোসেন বাদল,কাজী জাহিদ,তোফাজ্জল হোসেন লুতু,গোপাল চন্দ্র,নজরুল ইসলাম নজু,সৈয়দা রোকসানা জামান (শানু), আমিরুল,
বাপ্পি,জয়নাল আবেদীন হিরো,সাদিকুল ইসলাম,
জাহিদুল হাসান,খন্দকার সোহেল,মো.শাহবাজ উদ্দিন সবুজ, মিজানুর রহমান মিলন, আমিরুল হক আরমান,সাব্বির আহম্মেদ,মহসিন,রেজা মাহমুদ, নওশাদ আনসারী,তৌসিফ রেজা প্রমুখ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

