swadhinshomoy
29th Nov 2025 1:19 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০১৫) সকাল ৮টায় আয়োজিত এই দোয়া মাহফিলে কেন্দ্রটির শিক্ষক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হচ্ছে, এই আয়োজন তারই অংশ হিসেবে করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

