swadhinshomoy
27th Nov 2025 4:25 pm | অনলাইন সংস্করণ Print
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আওতায়, ফরিদপুরে পাটচাষি, বীজডিলার ও কৃষি বিভাগের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাটবীজ বিক্রয় ত্বরান্বিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিএডিসি পাটবীজ বিভাগের আয়োজনে,(২৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিএডিসি(বীজ উদ্যান) সদস্য পরিচালক (যুগ্মসচিব) মোঃ মজিবর রহমান।
কর্মশালায়, বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালিন উচ্চ ফলনশীল সিভিএল-১ (দেশি), বিজেআরআই তোষা পার্ট-৯ (সবুজ সোনা) ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট-১ সহ জনপ্রিয় পাটের জাত জেআরও-৫২৪ এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় আরো জানানো হয়, বিএডিসি চলতি মৌসুমে এই জাতীয় দুই হাজার মে. টন বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। জেআরও-৫২৪ জাতটির জীবনকাল কম ও ফলন বেশী হওয়ায় আমাদের দেশের পাট চাষিদের নিকট অতি জনপ্রিয়। এই জাতটি চাষ করে একই জমিতে পাট কেটে আমন ধান চাষ করা যায়। চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় একশত মে.টন, পাট অধিদপ্তরের মাধ্যমে সাতশত মে.টন পাটবীজ বিনামূল্যে এবং অবশিষ্ট বারোশত মে.টন প্রতি কেজিতে ১০০ টাকা ভর্তুকিমূল্যে ডিলারদের মাধ্যমে পাটচাষিদের নিকট বিক্রয় করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

