তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি মো ওমর খান সানি:
পুলিশি সেবাকে সহজ ও জনসম্পৃক্ত করতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের বিশেষ উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।
থানাকে দালালমুক্ত করার পাশাপাশি সচেতনতা ও স্বচ্ছতা বাড়িয়ে জনমনে পুলিশ ও থানাভীতি দূর করে পুলিশের প্রতি আস্থা বাড়াতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।
পুলিশের সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ভীতি বা নিপীড়নের মুখোমুখি হওয়ার ভয়ে নাগরিক সেবা নিতে অনগ্রহী মানুষের মনে বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনতে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরেও পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে। সেই বক্তব্যে বলা হচ্ছে এ দেশের নাগরিক হিসেবে সাধারণ ডায়েরি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ নানাবিধ সেবা বিনা মূল্যেই নিতে পারবেন সাধারণ মানুষ।
কোন দালাল ধরা লাগবে না।মসজিদ মন্দিরভিত্তিক প্রচারণায় মাদক, জুয়া প্রতিরোধ, জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাসী কর্মকান্ড আর সামাজিক অবক্ষয়ের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে সহ একেবারে প্রান্তিক পর্যায়ে। সাধারণ মানুষও যাতে অপরাধীর বিরুদ্ধে পুলিশকে সহয়তা করে সেই বিষয়েও আহ্বান জানানো হচ্ছে। মাদক, চুরি, জুয়ার বিরুদ্ধে উপজেলার আনাছে কানাছে সভা সমাবেশের মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে। মন্দির মসজিদে প্রচারনা চালানোর বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, মন্দির মসজিদ একটি পবিত্র জায়গা, এখানে সব শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়। ধর্মীয় উপসানালয়ে যে যোগাযোগ তৈরি হয় সেটাতে বিশ্বাস এবং আস্থা থাকে।
আর সমাজে সেই যোগাযোগের প্রভাবও হয় ইতিবাচক। তারই অংশ হিসেবে আমি প্রতি ইউনিয়নেই শুধু নয়; মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যেখানে যেটি আছে সেখানে, যেখানে বেশি মানুষকে একসঙ্গে পাওয়া যায়, সেখানে গিয়ে অপরাধমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক প্রচারনা চালাচ্ছি। সাধারণ জনতা মন্তব্য করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের এমন সময়োপযোগী উদ্যোগে সাধারণ মানুষের মনে পুলিশি ভীতি হবে।

