swadhinshomoy
30th Nov 2025 11:42 am | অনলাইন সংস্করণ Print
আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর খড় নিয়ে বিরোধের জেরে শহিদুল ও আহম্মদ আলীর পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শহিদুলের বাড়িতে মানব বর্জ্য ছিটানোর অভিযোগে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শহিদুলের ধাক্কায় আহম্মদ আলী পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
আত্রাই থানার এসআই মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে মজনু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

