এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজি রেহা আক্তার সিগমা কবিরের আত্মপ্রকাশ গত ১৭ নভেম্বর থেকে, আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন নিজেকে, আত্মপ্রকাশের পূর্বে থেকে নিজের প্রচারণায় হাজার হাজার পোস্টার ফেস্টুন দিয়ে, অষ্টগ্রামের স্কুল কলেজ সরকারি স্থাপনায় বাজার রাস্তাঘাট মালিকানাধীন ভবণ এমন কি পরিবেশ বান্ধব গাছেও ছাড় দেননি সিগমা কবির, বৈদ্যুতিক খুঁটি সরকারি ভূমি অফিসের দেয়ালে পোস্টার ও তারকাটা দিয়ে ব্যানার লাগানো হয়েছে। বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের গিয়ে দেখা যায় এতটাই পোস্টার লাগিয়েছে, এ যেন সিগমা কাবিরের নির্বাচনী কার্যালয়। উপজেলা ঘুরে দেখা গেছে, বেশ কিছু গাছে তারকাটা দিয়ে লাগানো হয়েছে সিগমা কবিরের ব্যানার, মুসলমানদের ইবাদতের সব থেকে পবিত্র স্থান যাকে বলা হয় আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ এর বাউন্ডারির ভিতরে থাকা গাছ সেই গাছেও ২ ইঞ্চি তারকাটা দিয়ে লাগানো হয়েছে কাজি সিগমা কবির এর ব্যানার এই নিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ঐতিহাসিক কুতুব শাহী মসজিদে ইমাম ও মুসুল্লিরা বলেন, আমাদের দেশে নির্বাচন ও প্রচার-প্রচারণা চালানোর অধিকার সবারই আছে তবে নিয়ম-নিতি আমাদের লক্ষ্য করা উচিত। রেহা কবির সিগমা শরীয়তের কোন তোয়াক্কা না করেই অশ্লীলভাবে ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের বাউন্ডারির ভিতরে কড়ুই গাছের উপর পর্দা বিহীন সিগমা কবিরের ছবি সম্বলিত ফেস্টুন টানানো হয়েছে এতে আমাদের মুসলমানদের পর্দা বিনষ্ট হচ্ছে মসজিদের পাক পবিত্রতা নষ্ট হচ্ছে প্রশাসনের নিকট জোর দাবি জানাই দ্রুত সিগমা কবিরের ফেস্টুনটি অপসারণ করার জন্য। এলাকাবাসীরা বলেন আমাদের কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামইন এতটাই সুন্দর মনোরম পরিবেশ যে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে টুরিস্টরা ঘুরতে আসে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনীয় পোস্টার বিশেষ করে কাজি সিগমা কবিরের যা স্কুল কলেজ সরকারি স্থাপনায় দেয়ালে মেইন গেইটে লাগানো হয়েছে এতে আমাদের হাওড় অঞ্চলের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে আমরা উপজেলা প্রশাসন এর কাছে জোর দাবি জানাই দ্রুত এ পোস্টার ব্যানার অপসারণ করে অষ্টগ্রামের সৌন্দর্যকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এ বিষয়ে সিগমা কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনারা কি সরকারি কর্মকর্তা আপনারা কি নির্বাচন কমিশনের লোক, আমি আপনাদের সাথে কিকথা বলব, তিনি আরো বলেন ভবনে পোস্টার লাগানো গাছে ব্যানার লাগানো এ ধরনের কাজ হড় হামেশাই হয়ে থাকে এগুলো সাধারণ ব্যাপার এগুলো নিয়ে আপনারা আমাকে বিরক্ত করবেন না।আমাকে আমার মত কাজ করতে দিন।
অষ্টগ্রাম ৩ নং সদর ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, জারা যেই দলেরি হোক না কেন, সরকারি ভবনে ও গাছে ব্যানার লাগিয়ে সদর ইউনিয়নের সৌন্দর্য বিনষ্ট করছেন তাদের পোষ্টার ব্যানার অপসারণ করা হবে।

