জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের পিপড়াকান্দা এলাকা থেকে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় স্বপন মিয়া (৪০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মধ্যনগর থানার পুলিশ গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, নেএকোনা জেলার বারহাট্রা থানার মামলা নং -০৬(০৪) ২২ এর মাদক মামলা ও জি আর নং-৮০/২২ ( বারহাট্রা) ০৬ মাসের সাজাপ্রাপ্ত আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি মধ্যনগর উপজেলার ফারুকনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৪০) কে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিবুর রহমানের নির্দেশে এ এস আই মোঃ আব্দুর রউফ পিপড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, দীর্ঘদিন পলাতক থাকা আদালতের সাজাপ্রাপ্ত আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

