• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে ৩৬০০ কেজি জিরাসহ লরি জব্দ, দুই আসামি আটক 

     swadhinshomoy 
    01st Nov 2025 11:28 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:

    হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ দুই চোরাচালানকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) গভীর রাতে, রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ বস্তা, ওজন প্রায় ৩৬০০ কেজি জিরা এবং একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি জব্দ করা হয়।

    ডিবির সদস্যরা অত্যন্ত কৌশল ও পেশাদারিত্বের সাথে অভিযানটি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানকারীরা বিদেশি মসলা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হবিগঞ্জ ডিবির তৎপরতায় এই চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়ে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

    হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশসহ অন্যান্য ইউনিট প্রতিনিয়তই অপরাধ দমন, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সাফল্য অর্জন করছে। তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠেছে।

    পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, “মাদক, চোরাচালান বা যে কোনো অপরাধেই কেউ ছাড় পাবে না।” হবিগঞ্জ ডিবির এই সফল অভিযান সাধারণ মানুষের মধ্যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি করেছে এবং জেলায় অপরাধ দমনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30