এস, এম তানভীর রকি,জেলা প্রতিনিধি, শেরপুর।
কেন্দ্রীয় নির্দশনায় শেরপুর জেলা বিএনপির আয়োজনে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৬ই আগস্ট গণ মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি ‘মোঃ আসাদ খান, দপ্তর সম্পাদক’আলহাজ্ব এস, এম তানভীর (রকি),
শ্রীবরদী উপজেলা জিয়া মঞ্চের আহব্বায়ক ‘মোঃ আশিক মাহমুদ আশা’ সদস্য সচিব’মোঃ মিনাল চৌধুরী’ পৌর সদস্য সচিব ‘মোঃ মাহমুদুল হাসান’ শেরপুর সদর উপজেলা জিয়া মঞ্চের আহব্বায়ক প্রার্থী ‘মোঃ বেলায়েত হোসেন (সাদা)’ নকলা উপজেলার ১নং গণপদ্দি ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি প্রার্থী ‘মোঃ জুয়েল মিয়া’র নেতৃত্বে ”’সফলভাবে গণ মিছিল বাস্তবায়ন হয়।৬ই আগস্ট ২০২৫ তারিখ রোজ বুধবার গণ অভ্যুত্থান এর ১ বছর পূর্তি উপলক্ষে শেরপুর জেলা জিয়া মঞ্চ শেরপুর সদর ডাকবাংলোর গেইটে জড়ো হয়ে বিকাল ৪ ঘটিকায় গণ মিছিল এর সূচনা হয়।
মিছিলে অংশ নেন শেরপুর জেলা জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ‘মোঃ রহুল আমিন’ প্রচার সম্পাদক ‘মোঃ ইয়াজ উদ্দিন ফকির অন্তর, অর্থ বিষয়ক সম্পাদক ‘মোঃ সুজন সরকার’ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ‘মোঃ বাদশা মিয়া’ জননন্দিত ব্যক্তি, সহসভাপতি ‘মোঃ হোসেন আলী’
উপস্থিত ছিলেন মোঃ আলম কাজী, ডাকবাংলো থেকে থানা মোড়, রঘুনাথবাজার বিএনপির জেলা কার্যালয়, নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে থানা মোড় মুক্ত মঞ্চের সামনে অবস্হান নেয় কর্মীবৃন্সভায় উপস্হিত ছিলেনসাবেক এমপি, সাবেক জেলা বিএনপি র সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপি র সদ্য গঠিত আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ‘মোঃ মাহমুদুল হাসান রুবেল।শেরপুর-২, নকলা নালিতাবাড়ী সংসদীয় নির্বাচনী আসনে ২০১৮ সনে বিএনপি র মনোনিত প্রার্থী, বিএনপি র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবগঠিত শেরপুর জেলা বিএনপি র যুগ্ম আহব্বায়ক ‘ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী’শেরপুর-১,শেরপুর সদর সংসদীয় নির্বাচনী আসনে মনোনয়ন প্রত্যাশী, শেরপুর জেলা যুবদলের সভাপতি, নবগঠিত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ‘মোঃ শফিকুল ইসলাম মাসুদ’।শেরপুর-১,শেরপুর সদর সংসদীয় নির্বাচনী আসনে মনোনয়ন প্রত্যাশী ‘ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াংকা।সভায় নেতৃবৃন্দ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার ফাসি দ্রুত বাস্তবায়ন, আহতদের পুণর্বাসন, পি আর পদ্ধতিতে নির্বাচনের পরিকল্পনা বাদ, আগমী নির্বাচন ব্যবস্হার সুষ্ঠু পরিকল্পনা নিশ্চিত করণ সহ আওয়ামী লীগের নিষিদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে গণ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন নবগঠিত শেরপুর জেলা বিএনপি র আহব্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।শেরপুর জেলা বিএনপির সাথে সমন্নয় করে গণ মিছিলের মাধ্যমে ৫ই আগস্টকে স্মরণের ভূমিকাকে সাধুবাদ জানায়।

