এস, এম তানভীর (রকি), জেলা প্রতিনিধি, শেরপুর:
শেরপুর সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বলাইয়ের চর ইউনিয়নের বাসিন্দা মোঃ বেলাল হোসেন (সাদা) কে, আহব্বায়ক ও বেতমারী ঘুঘুরাকান্দির মোঃ লিটন মিয়া’ কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও যুগ্ম আহব্বায়ক
মোঃ সোহেল রানা, বলাইয়েরচর।
মোঃ রেজাউল করিম (এজুল), কামারিয়া।
মোঃ শফিকুল ইসলাম মিকেল, বলাইয়েরচর।
মোঃ সুজন মিয়া, কামারিয়া।
মোঃ মাইনুল হোসেন সাজ্জাদ, রৌহা।
মোঃ ইকবাল হোসেন, লছমনপুর।
মোঃ আশরাফুল মেম্বার, ভাতশালা।
মোঃ ছামিদুল ইসলাম, বলাইয়েরচর।
মোঃ সামচ উদ্দিন মিয়া, বলাইয়েরচর।
মোঃ রাজু আহম্মেদ, চরপক্ষিমারী।
মোঃ সাজেদুল ইসলাম, গাজিরখামার।
মোঃ হাবিল উদ্দিন,
মোঃ জুয়েল রানা,
মোঃ বিল্লাল হোসেন মঞ্জু, বলাইয়েরচর ও সদস্য মোছাঃ মোরশেদা খাতুন, চকপাঠক, কে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।রঘুনাথ বাজারস্হ শেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে শনিবার ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন শেরপুর জেলা “জিয়া মঞ্চ’র সভাপতি- মোঃ আসাদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – মোঃ আমজাদ হোসেন ও দপ্তর সম্পাদক – এস, এম তানভীর (রকি)অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
শেরপুর জেলা “জিয়া মঞ্চ”র প্রচার সম্পাদক – মোঃ ইয়াজ উদ্দিন ফকির অন্তর।এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর জেলা “জিয়া মঞ্চ”র সহ-সভাপতি, মোঃ হোসেন আলী, অর্থ বিষয়ক সম্পাদক- মোঃ সুজন সরকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মোঃ বাদশা মিয়া।শেরপুর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও শেরপুর জেলা “জিয়া মঞ্চ’র বিভিন্ন শ্রেণীর
নেতাকর্মী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।নবগঠিত শেরপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলায় “জিয়া মঞ্চ” র সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

