রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জ রায়গঞ্জের ভূঞাগাঁতী ফুলজোড় নদীর ব্রিজের উপর থেকে দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করেছে।
৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ব্রিজের উপর দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ পরিচয় জানতে পারে। তারা জানায়, গাইবান্ধা জেলা থেকে এসেছে তবে কীভাবে বা কার সঙ্গে তারা এসেছে সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেনি।
শিশু দুই জন হল সাকিব (১১), পিতা: তারা মিয়া, মাতা: রেশমি, দাদা: আয়নাল ভাটিয়া, গ্রাম: ঘোরাঘাট, থানা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। অপর জন নাদিম, পিতা: করিম, মাতা: লাইলী, দাদা: সিদ্দিক, গ্রাম: তুলশীঘাট (দেলেবাড়ি চর), থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, দুই শিশুকে নিরাপদে হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গাইবান্ধা জেলার সংশ্লিষ্ট থানাগুলোকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সন্ধান পাওয়া গেলে দ্রুত শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

